Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। ১৯৭২ সালের ৮এপ্রিল বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আদেশ (রাষ্ট্রপতির ৩৪নং আদেশ) জারীর মাধ্যমে বাংলাদেশ সরকারী (প্রথম) কর্ম কমিশন ও বাংলাদেশ সরকারী (দ্বিতীয়) কর্ম কমিশন গঠন  করা হয় এবং তথকালীন দুই কমিশন স্ব স্ব দায়িত্ব পালন করে। পরবর্তীতে  ১৯৭৭ সালে The Bangladesh Public Service Commission Ordinance, 1977 (Ordinance No. L V11 of 1977)  জারীর  মাধ্যমে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের কর্মপরিধি নির্ধারণ করা হয় এবং প্রথম ও দ্বিতীয় কর্ম কমিশনকে একীভূত করে বর্তমান বাংলাদেশ সরকারী কর্ম কমিশন গঠন করা হয়। হযরত শা্হজালাল (র.) এর স্মৃতি বিজড়িত পূণ্য ভূমি সিলেটে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটির আঞ্চলিক কার্যালয়  ০৯ ফেব্রুয়ারী ১৯৯৮ সনে জিও জারীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাগরদিঘীর পাড়, সুবিদবাজারে কার্যক্রম শুরু করে। বর্তমানে কর্ম কমিশন সচিবালয়ের সিলেট আঞ্চলিক কার্যালয় শাহজালাল উপশহরের ব্লক-ই , রোড-৬ এর ২০৮ নম্বর বাড়ীর নীচ তলা ভাড়া নিয়ে কার্যক্রম চলছে।