বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। ১৯৭২ সালের ৮এপ্রিল বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আদেশ (রাষ্ট্রপতির ৩৪নং আদেশ) জারীর মাধ্যমে বাংলাদেশ সরকারী (প্রথম) কর্ম কমিশন ও বাংলাদেশ সরকারী (দ্বিতীয়) কর্ম কমিশন গঠন করা হয় এবং তথকালীন দুই কমিশন স্ব স্ব দায়িত্ব পালন করে। পরবর্তীতে ১৯৭৭ সালে The Bangladesh Public Service Commission Ordinance, 1977 (Ordinance No. L V11 of 1977) জারীর মাধ্যমে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের কর্মপরিধি নির্ধারণ করা হয় এবং প্রথম ও দ্বিতীয় কর্ম কমিশনকে একীভূত করে বর্তমান বাংলাদেশ সরকারী কর্ম কমিশন গঠন করা হয়। হযরত শা্হজালাল (র.) এর স্মৃতি বিজড়িত পূণ্য ভূমি সিলেটে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটির আঞ্চলিক কার্যালয় ০৯ ফেব্রুয়ারী ১৯৯৮ সনে জিও জারীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাগরদিঘীর পাড়, সুবিদবাজারে কার্যক্রম শুরু করে। বর্তমানে কর্ম কমিশন সচিবালয়ের সিলেট আঞ্চলিক কার্যালয় শাহজালাল উপশহরের ব্লক-ই , রোড-৬ এর ২০৮ নম্বর বাড়ীর নীচ তলা ভাড়া নিয়ে কার্যক্রম চলছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS